Type Here to Get Search Results !

IPL এ শাহ রুক্ষ খান ধোনিকে নিজের দলে নেওয়ার জন্য নিজের পাজামা পর্যন্ত বিক্রি করতে প্রস্তুত

এর মধ্যেই খান তাঁর মনের কথা জানিয়ে দিলেন সবাইকে  "আমি ধোনিকে দলে নেওয়ার জন্য নিজের পাজামা পর্যন্ত বিক্রি করতে রাজি আছি, কিন্তু দুঃখের কথা এটাই যে ধোনি অন্য দোলে যাওয়ার জন্য নাম দেবে না "

এর মধ্যেই খান তাঁর মনের কথা জানিয়ে দিলেন সবাইকে  "আমি ধোনিকে দলে নেওয়ার জন্য নিজের পাজামা পর্যন্ত বিক্রি করতে রাজি আছি, কিন্তু দুঃখের কথা এটাই যে ধোনি অন্য দোলে যাওয়ার জন্য নাম দেবে না "

২০০৮ সালে কিং খান পার্টনারশীপ করেন জুহি চাওলা এবং তাঁর হাসব্যান্ড এর সাথে, US$৭৫.০৯ মিলিয়ন এর বিনিময়ে, যে টীম টা Kolkata কে রিপ্রেসেন্ট করবে IPL এ,  অতএব টীম টির নাম  KKR |

২০০৯ সালে KKR ছিল IPL এর সব থেকে রিচেস্ট টীম যার ব্র্যান্ড ভ্যালু ছিল US$৪২.১ মিলিয়ন, প্রথম ৩ বছর KKR এর খুব খারাপ   পারফরমেন্স এ দেখা গিয়েছিলো।  তারপর থেকে আস্তে আস্তে পারফরমেন্স ইম্প্রোভড হতে থাকে, এবং ২০১২ সালে   প্রথমবার চ্যাম্পিয়ন হয়। 

২০১১ সালে IPL ওপেনিং সেরেমনি তে সুনিধি চৌহান এবং শ্রিয়া সারান এর সাথে কিং খান পারফর্ম করেন  গানে। ২০১২ সালে KKR vs MI  ম্যাচের পর সিকিউরিটি স্টাফের সাথে আর্গুমেন্ট করে বনখেড়ে স্টেডিয়ামে, যার ফলে মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন খান কে banned করে দেয় বনখেড়ে স্টেডিয়াম থেকে, পরে আবার সেই স্টাফ মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন কে জানাই যে তাঁর সাথে কোনোরকম কোনো আর্গুমেন্ট হয়নি, তারপর মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন থেকে banned তুলে নেওয়া হয়২০১৫ তে।  ২০১৬ সালে KKR দ্বিতীয়বার আবার চ্যাম্পিয়ন হয়। তারপর সব নরমাল চলছিল, প্লেয়ার কেনা, ম্যাচ খালা, তারপর থেকে আর চ্যাম্পিয়ন হতে পারেনি KKR এখনো পর্যন্ত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.