Type Here to Get Search Results !

What's app ব্যাবহারকারীদের জন্য একটা নতুন update বেরিয়েছে, যেকোন Chat, mute করা যাবে সব সময়ের জন্য, এটি Mark Zuckerberg এর অবদান।

 Post by- NewsPro

What's app ব্যাবহারকারীদের জন্য একটা নতুন update বেরিয়েছে, যেকোন Chat mute করা যাবে সব সময়ের জন্য, এটি Mark Zuckerberg এর অবদান। এই update এর ফলে অনেকের সুবিধা হয়েছে, কোনো what's app গ্রুপ খুব ইম্পরট্যান্ট কিন্তু সারাক্ষন অপ্রয়োজনীয় মেসেজ আস্তে থাকে।  

পুরো বিশ্ব এখন টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে গেছে। কত নতুন নতুন ইনভেনশন আমাদের নজর বন্দি হচ্ছে যেমন রোবট বানাচ্ছে, কত নতু  নতুন ফিচারস এর গাড়ি (৪wheeler, ২wheeler) বাজারে দেখতে পাওয়া যাচ্ছে, প্লেন, জাহাজ, নতুন নতুন ফিচারস এর কত ইলেকট্রনিক গ্যাজেট বাজারে আসছে কত কম দামে। আগে  আমরা শুধু ফোন করতে পারতাম, কিন্তু এখন কত নতুন নতুন সফটওয়ারের জন্য      অনেক দূর দূরান্তের মানুষের সাথে ভার্চুয়াল মিট করতে পারছি বাড়তেই বসে।

 টেকনোলজি নিয়ে যতটা বলা যাই কম হবে, আগেকার দিনে  প্রপার না জেনে কোথাও গেলে ঠিক ঠাক জায়গাতে পৌঁছাতে খুব মুশকিল হয়ে যেত, কিন্তু উন্নত মানের সফটওয়্যার(google map) থাকায় আমরা যেখানেই যেতে চাই না কেন ঠিক জায়গায় পৌঁছে যেতে পারি। 

এখন কত উন্নত মানের সফটওয়্যার ইনভেনশন হয়েছে যার দ্বারা বিশ্বের যেকোনো মানুষের সাথে কন্টাক্ট করা যেতে পারে। 

Mark Zuckerberg এর এক বিশ্ব বিখ্যাত ইনভেনশন যার দ্বারা পুরো বিশ্বের মানুষ একত্রিত হতে পারে, জেটার নাম হলো Facebook। এই Facebook এর মাধ্যমে কত মানুষ তাদের হারানো বন্ধুত্ব ফায়ার পাচ্ছে, কত মানুষ তাদের রিলেটিভদের সাথে একত্রিত হচ্ছে। 


What's app ও একটা খুব নামি দামি সফটওয়্যার যার ব্যপারে পুরো বিশ্ব জানে। এখানে কত লোক কত লোকের সাথে চ্যাট, ভিডিও কল করে থাকে।



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.