Type Here to Get Search Results !

পিতৃহারা মহম্মদ সিরাজ, ফুসফুস সারিবদ্ধ এবং পেসারের কারণে পিতাকে মৃত্যু বরণ করতে হয়, অস্ট্রেলিয়ার Covid বাধার কারণে পিতার শেষ কৃত্যতে ও থাকতে পারবে না সিরাজ

 Post by- NewsPro


মহম্মদ সিরাজের পিতাকে ফুসফুস সারিবদ্ধ এবং পেসারের কারণে মৃত্যু বরন করতে হয়। অস্ট্রেলিয়ান টেস্ট সিরিজে ইন্ডিয়ান টিমের হয়ে খেলবে, কোয়ারেন্টাইন নিয়মের কারণে পিতাকে শেষ দেখা দেখতে পেলো না এবং শেষ কৃত্যতে ও থাকতে পারবে না সিরাজ। 

মহম্মদ সিরাজ ইন্ডিয়ান টীম এ সুযোগ পায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য। শুক্রবার সিরাজের পিতাকে ফুসফুস সারিবদ্ধ ও পেসারের কারণে মৃত্যু বরণ  করতে হয়। 

একটা সময় ছিল যে মানুষটি মাথার ঘাম পায়ে ফেলে অটো, রিক্সা চালিয়ে নিজের কঠোর পরিশ্রমের তিলতিল করে জমানো টাকা দিয়ে ছেলের ক্রিকেটের হওয়ার স্বপ্ন পূরণ করেছেন, সেই মানুষটি পৃথিবীর সকল মায়া  ত্যাগ করে চলে গেলেন সবাইকে ছেড়ে। 

সিডনি ব্ল্যাকটোন ওভালে প্র্যাক্টিসের পর সিরাজ তার পিতার মৃত্যুই খবর পায়। কিন্তু দুঃখের বিষয় যে অস্ট্রেলিয়ার covid বাধার কারণে পিতাকে শেষ বারের মতো দেখতেও পেলো না। 

ইন্ডিয়ান স্কোয়াড এখন ১৪ দিনের ইসোলেশনে আছে, সিডনি শহরের বাইরে ইসোলেশনে ট্রেনিং চলছে। সিরাজের পিতার ইচ্ছা ছিল যে "আমার ছেলে দেশের নাম উজ্জ্বল করবে" এবং ইটা আমি সত্যি করে দেখাবো। 

আমি খুব বড়ো শক খেয়েছি এই খবরটি শুনে কারণ আমি আমার জীবনের সব থেকে বড়ো অবলম্বন কে হারিয়ে ফেললাম। পিতার স্বপ্ন ছিল যে আমাকে দেশের জার্সি পরে মাঠে খেলতে দেখবে। RCB পরিবার জানিয়েছে যে তারা সিরাজ এবং তার পরিবারের সাথে আছে। 

সিরাজ একজন লিডিং উইকেট টেকার। হায়দারাবাদের হয়ে রঞ্জি ট্রফিতে ৪১ টি উইকেট নিয়েছিল ২০১৬ সালের শেষে। এই দুধর্ষ পারফরমেন্স দেখে ২০১৭ আইপিএল এ Sunrise hyderabad ২.৬ crore মূল্যে তাকে দলে নিয়ে নেয়। 

আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার, VV লাক্সমান এর নেতৃত্বে একটা বাছা শিশুর মতো ধাপে ধাপে নিজের লক্ষের দিকে এগিয়েছে। 

২০১৭-১৮ সিসনে বিজয় হাজারে ট্রফিতে ২৩ টি উইকেট নিয়ে  সর্বচ্ছ স্থানে পৌঁছায়। ইটা ভিরাটের নিজরে পরে এবং ২০১৮ আইপিএল এ বেঙ্গালুরু থেকে খেলে। KKR এর বিরুদ্ধে সিরাজের ডেলিভারি দেখে  সবাই স্তব্ধ হয়ে যায়। এবং ইতিহাসের এই প্রথমবার আইপিএল এ দুই ওভার মেডেন দেয় এবং শেষ পর্যন্ত তার বোলিং ফিগার ৪-২-৮-৩ দাঁড়ায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.