Type Here to Get Search Results !

বিহারের বাইশালী জেলার ২০ বছরের কিশোরী গুলনাজ খাতুন বিবাহতে রাজি না হওয়ায় জীবিত পুড়িয়ে মেরেছে তিন নবীন যুবক

 Post by- NewsPro



গুলনাজ খাতুন নামক এক কিশোর বালিকাকে জীবিত পুড়িয়ে মারলো ৩ নবীন যুবক মিলে, নাম সতীশ, বিজয় এবং চন্দন। 

সতীশ একজন হিন্দু আর গুলনাজ একজন মুসলিম ছিল। সতীশ, গুলনাজকে প্রপোসাল দেয় কিন্তু গুলনাজ তাতে রাজি হয় না কারণ ছিল মুসলিম আর সতীশ ছিল হিন্দু। গুলনাজ বলেছিলো যে সে কোনোদিন সতীশের সাথে সম্পর্ক করবে না এবং বিবাহ করতে পারবে না। সতীশকে  অনেকবার মানা করে দেয় কিন্তু সতীশ কিছুতেই শোনেনি বরং গুলনাজকে আরো জোড় করতে থাকে বিবাহ করার জন্য কিন্তু তাতে রাজি না হওয়ায় ৩ জন নিষ্ঠূর মিলে গুলনাজকে জীবিত পুড়িয়ে মেরে ফেলেছে। 

বিহারের বাইশালী জেলার রসুলপুর গ্রামের এক ২০ বছরের কিশোরী গুলনাজ খাতুনকে জীবিত পুড়িয়ে মারা হয়েছে গায়ে কেরোসিন ঢেলে। দেসারি পুলিশ স্টেশনের অধীনে এই ঘটনাটি ঘটেছে। 

১৫ই নভেম্বর চিকিৎসার সময় পাটনা মেডিকেল কলেজ হসপিটালে গুলনাজ তার শেষ নিঃশাস ত্যাগ করে। তার শরীরের ৭৫ শতাংশ আগুনে পুড়ে ক্ষত হয়ে যায়। তার এনগেজমেন্ট হয়েগেছিলো এবং ঘটনাটি ঘটার ঠিক ৪ মাস পর তার বিবাহ ছিল। 

প্রায় ৩ সপ্তাহ হয়ে গেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি। গুলনাজ তার শেষ নিঃশাস ত্যাগ করার আগে যাদের নাম উল্ল্যেখ করেছে ভিডিও স্টেটমেন্টে সেই দোষীরা এখনো গ্রেফতার হয়নি। বাইশালী জেলার সুপেরিনটেন্টেড পুলিশ Dr. গৌরভ মাংলা জানিয়েছেন যে দোষীরা সবাই দৌড়ে পালিয়েছে এবং ৩ টি পুলিশ বাহিনী পাঠানো হয়েছে তাদেরকে ধরার জন্য।  তিনি আরো বলেছেন যে আগামী ৩ দিনের মধ্যে দোষীরা যদি নিজেদেরকে  আত্মসমর্পণ না করে তাহলে আমরা আমাদের দ্রুত অ্যাকশন নেবো। 

শিকারোক্তির পরিবার মৃত দেহকে সৎকার করতে না দিয়ে মৃত দেহকে নিয়ে মাঝ রাস্তায় বসে দাবি জানাচ্ছে যে দোষীদের গ্রেফতারের জন্য এবং তাদের যেন কঠোর শাস্তি হয়। 

#Justice for Gulnaz এটা এখন টুইটারে ট্রেন্ডিং হয়ে গেছে, ৭০,০০০ এর ও বেশি মানুষ টুইট করেছে এই ঘটনাটি নিয়ে। 

কঙ্গনা রানাউত টুইট এ জানিয়েছেন যে গুলনাজ খাতুন এর ন্যায় বিচার হোক, দোষীরা যেন কঠোর থেকে কঠোর শাস্তি পায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.