Type Here to Get Search Results !

জনপ্রিয় Youtuber Bhuvan Bam এর COVID পসিটিভ , পরীক্ষাতে জানা গেছে

Post by- NewsPro

 ইতি মধ্যেই এক দুঃখের সংবাদ, ভারতের জনপ্রিয় Youtuber Bhuvan Bam এর COVID পসিটিভ হয়েছে। পরীক্ষাতে জানা গেছে। 

Source: Instagram

জন্ম ২২সে জুন ১৯৯৪ সালে মহারাষ্টে। বাবার নাম অবনীন্দ্রা বাম এবং মা পদ্মা বাম। পরে তাঁরা দিল্লিতে চলে যায়। তারা দিল্লির স্থায়ী বাসিন্দা। গ্রীন ফিল্ড স্কুল থেকে স্কুল জীবন শেষ করেন।  হিস্টোরিতে ব্যাচেলর  ডিগ্রী শেষ করে শহীদ ভাগত সিংহ কলেজ থেকে। 

তাঁর ইন্টারনেট ক্যারিয়ার এ প্রথম আপলোড হয় যে সে রিপোর্টার হয়ে কাশ্মীরের এক মহিলা কে জিজ্ঞেস করে তার ছেলের মৃত্যুর ব্যাপারে কাশ্মীরের বন্যার সময়। সেই ভিডিও টি পাকিস্তান এ ভাইরাল হয়। বাং ইন্সপিরে হয়ে নিজের ইউটুবে চ্যানেল শুরে করে জুন ২০১৫ সালে। 

তিনি ভারতের একজন বিখ্যাত কৌতুক অভিনেতা, লেখক, গায়ক, গানলেখক আবহ একজন Youtuber , তাঁর কৌতুক You tube চ্যানেল BB Ki Vines এর জন্য তিনি প্রচলিত। ২০১৭ সালে 100k  সুবকরীবের হয়। ২০১৮ সালে ভারতের প্রথম চ্যানেল হিসাবে ১০মিলিয়ন সাবস্ক্রাইবার পার করে। তিনি BB Ki Vines প্রাইভেট লিমিটেড এর ডিরেক্টর এবং AMB উঠিয়াপা LLP কোম্পানির ডিনেটেড পার্টনার 

এই ভাইরাস কে হালকা ভাবে কেউ নেবেন না। মাস্ক পড়ুন, স্যানিটিজের ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.