Type Here to Get Search Results !

দিল্লী পুলিশ এ সীমা ঢাকা, মহিলা হেড কনস্টবল থেকে পুলিশ অফিসারে প্রমোশন, ৭৬ জন নিখোঁজ বাচ্চাদেরকে উদ্ধার করেছে ৩ মাসের ও কম সময়ের মধ্যে

Post by- NewsPro
দিল্লী পুলিশে এই প্রথমবার মহিলা হেড কনস্টবল থেকে পুলিশ অফিসারে প্রমোশন, ৭৬ জন নিখোঁজ বাচ্ছাদেরকে ৩ মাসের ও কম সময়ের মধ্যে উদ্ধার করেছে। তাদের মধ্যে ৫৬ জন ছিল ১৪ বছরের নিচে।
Source: twitter

 সময়পুর বদলি পুলিশ স্টেশন আউট নর্থ ডিস্ট্রিক্ট এ ঢাকা পোস্ট করেছে যে দিল্লী পুলিশে এই প্রথমবার OTP (Outer-of-turn promotion) হয়েছে নিখোঁজ বাচ্ছাদের উদ্ধারের জন্য। দিল্লী পুলিশ জানিয়েছেন নিজের স্টেটমেন্টে। ৭ ই অগাস্ট দিল্লী পুলিশ কমিশনার S N Srivastava OTP(Outer-of-turn promotion) এর কথা জানিয়েছেন। যে কোনো কনস্টবল অথবা হেড কনস্টবল যদি ৫০ জন নিখোঁজ বাছা ও তার বেশি, ১৪ বছরের নিচে এবং ১২ মাসের মধ্যে উদ্ধার করতে পারে এবং কমপক্ষে ১৫ জন ৮ বছরের নিচে থাকলে তাদের OTP হবে অর্থাৎ (Outer-of-promotion) হবে। এবং এটাও ঘোষণা করেছেন যে যেকোন কনস্টবল অথবা হেড কনস্টবল ১৫ জন নিখোঁজ বাচ্ছা, ১৪ বছরের নিচে এবং কমপক্ষে ৫ জন ৮ বছরের নিচে বাচাদেরকে ১২ মাসের মধ্যে উদ্ধার করতে পারলে  তাদের কে "অসাধারণ কার্য" পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে।
 "ঢাকা, ৭৬ জন বাচ্ছাকে উদ্ধার করেছে মাত্র আড়াই মাসে এবং তাদের মধ্যে ৫৬ জন ছিল ১৪ বছরের নিচে। সীমা ঢাকা, সময়পুর বদলি পুলিশ স্টেশনের মহিলা হেড কনস্টবল। সত্যি সম্মানের যোগ্য, ৭৬ জন বাচ্ছাকে উদ্ধার করে এবং তাদের মধ্যে ৫৬ জন ছিল ১৪ বছরের নিচে তাও ৩ মাসের কম সময়েই উদ্ধার করেছে। hats off to fighting spirit and joy brought to families (sic), Srivastava টুইট এ জানিয়েছেন"

 ঢাকা যাদেরকে উদ্ধার করেছে তাদের মধ্যে ২জন ছিল ওয়েস্ট বেঙ্গল থেকে, ২ জন ছিল পাঞ্জাবের হরিশপুর ডিস্ট্রিক্ট থেকে আরো ছিল গুরগাওঁ, নয়ডা, পানিপাত এবং বিহার ইত্যাদি জায়গা থেকে।

একটা শ্রুতিমধুর কেস ছিল, একটা ৭ বছরের ছেলে নিখোঁজ হয় ওয়েস্ট বেঙ্গল থেকে। ২০১৮  সালে ছেলেটি  তার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল এবং উদ্ধার হয় ওয়েস্ট বেঙ্গল থেকে, ২০২০ সালের অক্টোবর মাসে, ঢাকা নিজে জানিয়েছে। 
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.