Type Here to Get Search Results !

বিকল্প রেল টিকিট বুকিং অ্যাপ তৈরির জন্য গ্রেপ্তার হওয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার জামিন পেয়েগেছেন

Post by- NewsPro


 IRCTC app এর থেকে দ্রুত রেলওয়ে টিকেট বুকিং app তৈরির জন্য যে IITian পোস্টগ্রাডুয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রেপ্তার হয়েছিল এখন তিনি মুক্ত। 

খড়্গপুর IIT থেকে পোস্টগ্রাডুয়েট করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার S যুবরাজ মুক্তি পাওয়ার পর জানিয়েছে যে "আমি রেলওয়ের সাথে কাজ করতে এবং IRCTC app কে খুব দ্রুত বানাতে চাই এবং সবাই খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারবে। 

সাউথেরন রেলওয়ে প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার বীরেন্দ্র কুমার মিডিয়া কে জানান যে "একজন একটা সফটওয়্যার তৈরি করেছে যার মাধ্যমে রেলওয়ে টিকেট খুব দ্রুত বুক করা করা যাবে কিন্তু সে কোনো IRCTC এর অনুমোদিত এজেন্ট নয় " কুমার আরো বলেছেন ওই IITian গ্রেফতার হয়েছে কারণ IRCTC সিস্টেম কে কপি করে ওখান থেকে বেআইনি ভাবে টাকাও কামাচ্ছে। 

খড়্গপুরের IITian একটা পরিবর্তনশীল app তৈরি করেছিল IRCTC টিকেট বুকিং এর জন্য। app টির নাম ছিল সুপার ততকাল এটা খুব সহজ প্রসেস এবং খুব দ্রুত টিকেট বুকিং করা যায়। সে গ্রেফতার হয়েছিল রেলওয়ে সুরক্ষা ফোর্স দেওয়ার পর। 

কেউ IRCTC app কিংবা ওয়েবসাইট থেকে টিকেট বুক করলে বলতো প্রসেস খুব দ্রুত এবং পুরো সিস্টেম খুব স্মুথ হয়েগেছে। ইন্ডিয়া পুরো সিস্টেমটাকে  উন্নতি করতে চাইলো কিন্তু দেখলো যে আগের থেকেই উন্নতি হয়ে আছে। জানাগেলো খড়্গপুরের IITian পোস্টগ্রাডুয়েট S যুবরাজ একটা app তৈরি করেছে যার নাম সুপার ততকাল এবং ইটা ছিল প্রো ভার্সন। যেটা খুব দ্রুত টিকেট বুক করা যেত, শেষ পর্যন্ত রেলওয়ে সুরক্ষা ফোর্সের দ্বারা গ্রেফতার হয়েগেছিল। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.